ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘনায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০২ জুন ২০২০

‌ভোলার মনপুরা ও বোরহানউদ্দিন উপ‌জেলায় মেঘনা নদী‌তে মাছ শিকার কর‌তে গি‌য়ে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হ‌য়ে‌ছে।

নিহতরা হলেন- মো. মামুন (১৮) ও রাফসান (১৮)। এ সময় মামু‌নের বড় ভাই বেচু মিয়া (২৫) আহত হ‌য়ে‌ছেন।

স্থানীয় জে‌লেরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দি‌কে মনপুরা উপ‌জেলার ১নং মনপুরা ইউনিয়‌নের কুলাগাজী তালুক গ্রা‌মের মো. আমজাদ হো‌সে‌নের ছে‌লে মামুন ও বেচু মিয়াসহ ৫ জে‌লে কুলাগাজী তালুক গ্রামের উত্তর পা‌শের মেঘনা নদী‌তে মাছ শিকার কর‌তে না‌মেন। দুপুর আড়াইটার দি‌কে বজ্রপাত মামু‌ন ও বেচু মিয়ার গা‌য়ে প‌ড়ে। এতে দু’জনই গুরুতর আহত হন। প‌রে অন্য জে‌লে‌দের সহ‌যোগিতায় তা‌দের উদ্ধার ক‌রে মনপুরা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেয়ার প‌থে মামু‌নের মৃত্যু হয়। আহত বেচু মিয়া‌কে উন্নত চি‌কিৎসার জন্য ভোলা সদর হাসপাতা‌লে নেওয়া হ‌চ্ছে।

মনপুরা থানার ওসি মো. শাখাওয়াত হো‌সেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

অপর‌দি‌কে বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জা‌গো নিউজ‌কে জানান, দুপুর আড়াইটার দি‌কে উপ‌জেলার হা‌কিম উদ্দিন এলাকার মেঘনা নদীর তী‌রে মই জাল দি‌য়ে মাছ শিকার কর‌ছিল রাফসানসহ আরেক জে‌লে। এসময় বজ্রপা‌তে ঘটনাস্থ‌লে রাফসা‌নের মৃত্যু হয়। নিহত রাফসান মনপুরা উপ‌জেলার সাকু‌চিয়া ইউনিয়‌নের ৪নং ওয়া‌র্ডের আবদুল হাইয়ের ছে‌লে।

জুয়েল সাহা বিকাশ/এফএ/এমএস