শিবচর উপজেলা চেয়ারম্যানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. শামসুদ্দিন খানকে (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার হাতিরবাগান মাঠে শামসুদ্দিন খানের জানাজা সম্পন্ন হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
শামসুদ্দিন খান শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ইউনিটের কমান্ডার ছিলেন।
এর আগে বুধবার (১০ জুন) বিকেলে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খান ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস