শ্বাসকষ্টে শিবচর উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১০ জুন ২০২০

শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন মাদারীপুরের শিবচর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান (৬৫)। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।

সামসুদ্দিন খান শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ইউনিটের কমান্ডার ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম।

ডা. সেলিম বলেন, শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। বুধবার শ্বাসকষ্টে মারা গেছেন তিনি।

এদিকে, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী।

উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের ভাতিজা মনির হোসেন বলেন, তিনদিন আগে ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরেও চাচাকে ভর্তি করাতে পারিনি। পরে বাড়িতে ফিরে আসি। মঙ্গলবার চাচার অসুস্থতা বাড়লে বহু কষ্টে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করি। সেখানেই চাচার মৃত্যু হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।