খাগড়াছড়ির এক উপজেলা ও দুই পৌরসভা রেড জোন
খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়ি উপজেলা এবং খাগড়াছড়ি ও রামগড় পৌরসভাকে করোনা সংক্রমণের রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতে করোনাভাইরাসের সংক্রমণ হারের বিবেচনায় জেলার মানিকছড়ি উপজেলা এবং খাগড়াছড়ি ও রামগড় পৌরসভাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভাকে হলুদ জোন এবং খাগড়াছড়ি সদর উপজেলা, মহালছড়ি, মাটিরাঙ্গা, দীঘিনালা, পানছড়ি, গুইমারা ও লক্ষ্মীছড়িকে সবুজ জোনের আওতায় রাখা হয়েছে ।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, খাগড়াছড়ি থেকে এ পর্যন্ত ১ হাজার ৩৫২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ফলাফল এসেছে ৯৮৩ জনের। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে খাগড়াছড়িতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ জনে। ইতোমধ্যে ২৭ জন করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান