ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাদেশ থেকে ফিরলেন আরও ১২৩ ভারতীয় নাগরিক

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৯ জুন ২০২০

বাংলাদেশে আটকা পড়াদের মধ্যে তৃতীয় দফায় আরও ১২৩ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। শুক্রবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ধাপে ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তারা।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউনের কারণে আটকা পড়া ভারতীয় নাগরিকরা ভ্রমণসহ বিভিন্ন ধরনের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন। পরবর্তীতে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর তারা নিজ দেশে ফেরার জন্য ভারতীয় হাইকমিশনের মাধ্যমে নিবন্ধন করেন। নিবন্ধনের আওতায় শুক্রবার তৃতীয় দফায় ১২৩ জন ভারতীয় নাগরিক তাদের নিজ দেশে ফিরে গেছেন।

ind

এর আগে গত ২৮ মে প্রথম দফায় ১০৬ জন এবং দ্বিতীয় দফায় গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) ১২০ জন ভারতীয় নাগরিক আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যান।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম