যশোরাঞ্চলের ১৮ রুটে পরিবহন ধর্মঘটের ঘোষণা
ফাইল ছবি
মহাসড়ক সংস্কার ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে যশোরাঞ্চলের ১৮ রুটে ১ নভেম্বর প্রতীকী ধর্মঘট ও ১০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার দুপুরে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর বিভিন্ন দাবিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, যশোরাঞ্চলের মহাসড়কগুলোর বেহাল দশা। চলাচলে অনুপযোগী রাস্তায় গাড়ি চলাচল করতে গিয়ে স্প্রিং, পাতি ভেঙে যাওয়াসহ বিভিন্ন ক্ষতি হচ্ছে। এতে গাড়ির মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে মহাসড়ক মেরামত করে দ্রুত গাড়ি চলাচলের উপযোগী করতে হবে।
এছাড়া রাস্তা খারাপের পাশাপাশি সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে সড়কে চলছে অবৈধযান থ্রি-হুইলার, মাহেন্দ্র, জেএসএ, নসিমন, করিমন, ভটভটি ও ব্যাটারিচালিত ইজিবাইক। এ অবৈধ যানবাহন ৩১ অক্টোবরের মধ্যে চলাচল বন্ধ না হলে ১ নভেম্বর প্রতীকী ধর্মঘট পালন করা হবে। এরপরও প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে ১০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এ অঞ্চলের ১৮ রুটে ধর্মঘট পালিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতি নেতা পবিত্র কাপুড়িয়া, অসীম কুন্ডু, বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টুসহ বিভিন্ন মালিক সমিতির প্রতিনিধিরা।
মিলন রহমান/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান