ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যাত্রীবাহী বাসে ৮ লাখ টাকার হেরোইন, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১০:১৩ পিএম, ২৩ জুন ২০২০

নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৮০ গ্রাম হেরোইনসহ নিয়ামত আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মান্দা-নিয়ামতপুর সড়কের থানা সংলগ্ন পোস্ট অফিসের সামনে থেকে তুহিন পরিবহনে তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়। নিয়ামত আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে থানা সংলগ্ন পোস্ট অফিসের সামনে অবস্থান নেয় পুলিশ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা নওগাঁগামী তুহিন পরিবহন যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। সেখানে নিয়ামত আলীকে সন্দেহ হওয়ায় তার শরীর তল্লাশি করে ৮০ গ্রাম হেরোইন উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

ওসি বলেন, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা। গ্রেফতার নিয়ামত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

আব্বাস আলী/এএম/এমকেএইচ