জয়পুরহাটে ঘুষ ছাড়া চাকরির দাবিতে মানববন্ধন
জয়পুরহাটে ঘুষ ছাড়া চাকরি চাই এ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন জয়পুরহাট জেলা কমিটি। রোববার দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট পৌর শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ক্ষেতমজুর জয়পুরহাট জেলা কমিটির সভাপতি আব্দুর রশিদ, ক্ষেতমজুর জয়পুরহাট জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ যুব ইউনিয়নের জয়পুরহাট জেলা কমিটির সভাপতি মাহমুদ আলম, বাংলাদেশ যুব ইউনিয়নের জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
বক্তারা বলেন, ঘুষ ছাড়া চাকরি, বেকার যুবকদের বেকার ভাতা, চাকরির ক্ষেত্রে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান।
রাশেদুজ্জামান/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের