জয়পুরহাটে বজ্রপাতে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালীর চন্দ্রপাইল গ্রামে বজ্রপাতে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই উপজেলার লুৎফর রহমানের ছেলে আলম হোসেন (১৯) ও পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার দুধকুড়ি গ্রামের আজিজার রহমানের ছেলে সাকিন হোসেন (২২)।
রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান হামিদ জানান, সাকিন হোসেন তার শ্বশুরবাড়ি চন্দ্রপাইল গ্রামে বেড়াতে এসেছিলেন। শনিবার সন্ধ্যায় বৃষ্টির কারণে বাড়ির পাশে মরিচ ক্ষেতে পানি জমে যাওয়ায় তা নিষ্কাশনের জন্য আলম হোসেন তার দুলাভাই সাকিনকে নিয়ে আসেন। এ সময় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে পাশের একটি তাল গাছের নিচে আশ্রয় নেন তারা। সেখানেই বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নেয়ার আগেই দুজনের মৃত্যু হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাশেদুজ্জামান/এমএসএইচ