ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সকালে হাসপাতাল থেকে বাড়িতে এনে রাতে জ্বর-শ্বাসকষ্টে মৃত্যু

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ১২:০২ পিএম, ২৯ জুন ২০২০

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মোস্তাক (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়িতে মৃত্যু হয়।

গত ৪ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। এছাড়াও তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তিনি উপজেলার হেলাই গ্রামের মতলব মন্ডলের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন তিনি। সেখান থেকে তাকে নমুনা ও অক্সিজেন দেয়ার কথা বলা হয়। কিন্তু তার পরিবারের সদস্যরা নমুনা ও অক্সিজেন না দিয়ে বাড়ি চলে আসে। এরপর রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। সোমবার সকাল ৯টার দিকে এলাকার কয়েকজন যুবক তার দাফন কাজ সম্পন্ন করেছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুলতান আহমেদ জানান, হেলাই গ্রামের মোস্তাক মারা যাওয়ার এক ঘণ্টার মধ্যেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তির বাড়ির কেউ বাইরে ও বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমকেএইচ