কোম্পানীগঞ্জে ভারতীয় ৫ শিশুসহ নারী আটক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা থেকে ভারতীয় পাঁচ শিশুসহ রেহানা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বিনোদআলী মাঝি বাড়ীর বাহার উল্ল্যার স্ত্রী ও ভারতের ত্রিপুরার বাসিন্দা রেহানা বেগম। ভারতের ত্রিপুরা রাজ্যের ভাঙারপাড়, খিলপারা এলাকার আবুল বাসারের ছেলে শামীম চৌধুরী (৮), এমাদ উল্ল্যার ছেলে শাহীন চৌধুরী (৭), একই এলাকার তক্কিন চৌধুরী (৩), নাছরিন বেগম (৩) ও ওবায়দ উল্ল্যাহ চৌধুরী (১)।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জাগো নিউজকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা বসুরহাট পৌর এলাকার মর্ডান হাসপাতাল সড়কে সন্দেহজনকভাবে এক মহিলা পাঁচ শিশুকে নিয়ে ঘুরাফেরা করছিল। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ওই মহিলাসহ শিশুদের থানায় নিয়ে আনে। এদের মধ্যে এক শিশু তার নাম, বাবার নাম ও মোবাইল নম্বর বলতে পারে। পরে ওই শিশুর দেয়া মোবাইল নাম্বারে ফোন করা হয়। এ সময় মোবাইলে ওই শিশুর বাবা জানায়, তার শিশুসহ আরো পাঁচজনকে তারা খুঁজে পাচ্ছেনা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ থেকে প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে, আটককৃত নারী আন্তর্জাতিক শিশু পাচার চক্রের অন্যতম সদস্য। এ ঘটনায় তার বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মিজানুর রহমান/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’