নদীতে পা বাঁধা বস্তাবন্দি যুবকের লাশ
ফাইল ছবি
দিনাজপুর সদর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের চকদেউতর মাদারগঞ্জ ব্রিজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দিনাজপুরের কোতয়ালী থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ জানান, সকালে নদীর কিনারে বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে বস্তার ভেতর থেকে পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান