ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাওরে ঘুরতে এসে লাশ হলো স্কুলছাত্র

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১১ জুলাই ২০২০

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে মেহেদি হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নিকলী উপজেলার মোহরকোনা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

মেহেদি হাসান নরসিংদীর শিবপুর উপজেলার ভানুয়া গ্রামের মুজিবুর রহমানের চেলে এবং শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বন্ধুদের সঙ্গে মোহরকোনা বেড়িবাঁধ এলাকায় হাওরের পানিতে ঘুরতে আসে মেহেদি হাসান। বিকেল সাড়ে ৪টার দিকে পানিতে বয়া নিয়ে সাঁতার কাটা অবস্থায় ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় মেহেদি। দেড় ঘণ্টা পর তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম সিদ্দিকী বলেন, নিখোঁজের পর স্থানীয় ডুবুরিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নূর মোহাম্মদ/এএম/এমকেএইচ