খুলনার সব অফিসে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত
খুলনার প্রতিটি অফিসে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন, এবং এ বিষয়ে আগের সিদ্ধান্তই বহাল থাকবে থাকবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপত্তা সম্পর্কে সার্বিক সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা এবং বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভাগীয় আলোচনায় সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
সভায় জানানো হয় যে, বাল্যবিবাহ নিরোধে অসচ্ছল পরিবারের মেয়েদের শিক্ষাসহ প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার জন্য উপজেলা পরিষদের টাকার একটা অংশ দিয়ে নারী উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে।
সভায় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, কোথাও বাল্যবিবাহের সংবাদ জানা গেলে অবিলম্বে জেলা প্রশাসনকে অবহিত করতে হবে। যে কোনো বয়সী মেয়ে অথবা নারী বখাটে দ্বারা ইভটিজিং বা উত্যক্তের শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেয়ার জন্য জনগণকে সচেতন করতে হবে।
আলমগীর হান্নান/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান