ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২০ জুলাই ২০২০

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলে ১১/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বৈদ্যুতিক তারসহ মূল্যবান যন্ত্রপাতি। অগ্নিকাণ্ডের পর মিঠামইন উপজেলা ছাড়া পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে কিশোরগঞ্জ সদরে আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোবারক আলী বলেন, সোমবার দুপুর ১টার দিকে গ্রিডের নিয়ন্ত্রণ কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয় সূত্রে জানা গেছে, আগুনে তারসহ অন্যান্য যন্ত্রপাতি পুড়ে গেছে। মেরামতের কাজ চলছে। সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে পারে।

নূর মোহাম্মদ/এএম/পিআর