ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিক্ষামন্ত্রীর উপহার পেলেন চাঁদপুরের নিম্ন আয়ের শতাধিক মানুষ

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৯:০২ এএম, ২১ জুলাই ২০২০

চাঁদপুরের বাগাদীতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষে করোনাকালীন নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শাহাদাৎ হোসেনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সোমবার বিকেলে নিম্ন আয়ের কয়েক শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, লবণ, ওষুধসহ অন্যান্য সামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম গাজী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন ভূইয়া, জেলা যুবলীগ সদস্য মো. জাঙ্গীর হোসেন প্রধানিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

এফএ/এমকেএইচ