চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ‘ধর্ষণ’
ফাইল ছবি
লক্ষ্মীপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর হাসপাতালের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, শিশুটিকে দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
শিশুটির মা অভিযোগ করেন, স্থানীয় বখাটে বাদশা শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছে।
ভুক্তভোগীর চাচা জানায়, বাদশার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে চকলেটে দেয়ার কথা বলে ডেকে নেয় বাদশা। এরপর ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে বাদশা পালিয়ে যায়। এই সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে শিশুটি। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।
এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা