ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের পরদিন পুকুরে মিলল গরু ব্যাপারীর লাশ

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ১১:১৯ এএম, ০৫ আগস্ট ২০২০

মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামের একটি পুকুর থেকে আমজাদ হোসেন (৫০) নামে এক গরু ব্যাপারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। তার মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। আমজাদ হোসেন কামারখালী গ্রামের সামসুদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। সারাদিন তার খোঁজ না পেয়ে পরিবারের লোকজন চিন্তিত ছিলেন। বুধবার সকালে বাড়ির অদূরবর্তী লুৎফর রহমানের পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, তিনি পানিতে ডুবে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে পরিবার থেকে তথ্য পেয়েছি। মরদেহ উদ্ধার ও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে।

আসিফ ইকবাল/এফএ/পিআর