ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গার সড়কে প্রাণ গেল আরও ২ জনের

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৯ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের ২৪ ঘণ্টা না যেতেই আরও দুইজন নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা সদর ও দর্শনায় যাত্রীবাহী বাসচাপায় এই দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। রোববার চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও দামুড়হুদা দর্শনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজ উদ্দিন (৬০) মেহেরপুরের বাসিন্দা ও সোহাগ হোসেন (২৮) ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের আলা উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের এক চিকিৎসকের কাছে আসেন তাজ উদ্দিন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার জন্য রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি নিহত হন।

অপরদিকে, সকালে মেহেরপুর থেকে ঝিনাইদহের মহেশপুরে যাচ্ছিলেন সোহাগ হোসেন। দর্শনা বাসস্ট্যান্ডে যাত্রাবিরতি করেন তিনি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরা ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি নিহত হন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওসি আবু জিহাদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত ও চারজন আহত হন। এ ঘটনায় সদর থানা পুলিশের এসআই আবু হাছান মামলা করেন। এরপর বাসচালক আসাদুল আলমকে শহরের বড়বাজার এলাকা থেকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ।

সালাউদ্দীন কাজল/এএম/জেআইএম