লক্ষ্মীপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি।
লক্ষ্মীপুরের রায়পুরে বাড়ির পাশের খালে হাত-মুখ ধুতে গিয়ে ইমন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত ইমন ওই ওয়ার্ডের মোল্লাবাড়ির রুবেল হোসেনের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শিশুর চাচা মো. রাসেল জানান, ইমন কাউকে না বলে একা খালে হাত-মুখ ধোয়ার জন্য যায়। এক পর্যায়ে পা পিছলে সে পানিতে পড়ে যায়।
এক প্রতিবেশী চিৎকার দিলে ইমনকে পানি থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরমোহনা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সুমন হোসেন জানান, শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে।
কাজল কায়েস/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি