ছোট ফেনী নদীতে নিখোঁজ ৩ যুবকের লাশ উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীতে ডুবে মৃত তিন যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। এরা সবাই ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুরের বাসিন্দা। এর আগে শনিবার নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ হয় এ তিন যুবক।
দর্শনার্থী, ডুবুরি দল ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে ফেনীর দাগনভূঞা এলাকা থেকে ৩টি মাইক্রোবাস ভাড়া করে ২৩ পর্যটক মুছাপুর ক্লোজারে ঘুরতে যান। এদের মধ্যে ৭ জন জাল দিয়ে মাছ ধরতে ছোট ফেনী নদীতে নামেন। এসময় হঠাৎ জোয়ারের পানিতে তলিয়ে যান তারা।
এক পর্যায়ে ৪ জন সাঁতার কেটে নদীর কিনারে ভিড়তে পারলেও বাকি ৩ জন নিখোঁজ হয়। খবর পেয়ে নোয়াখালী থেকে ডুবুরি দল এসে অভিযান চালিয়ে ৭ ঘণ্টা পর নজরুল ইসলাম স্বপন (৪০) নামের লাশ উদ্ধার করে।
সকালে পুনরায় অভিযান শুরু হলে নিখোঁজের ২২ ঘণ্টা পর ওমান প্রবাসী আনোয়ার হোসেন (৩৫) ও ব্যবসায়ী মেহেদী হাসান (২০) এর মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের সবাই দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর এলাকার বাসিন্দা।
খবর পেয়ে ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান নিহতদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান ও ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
রাশেদুল হাসান/এমএএস/এমকেএইচ