চাকরির কথা বলে রিসোর্টে নিয়ে পোশাক শ্রমিককে ধর্ষণ
ফাইল ছবি
গাজীপুরে চাকরি দেয়ার কথা বলে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ আগস্ট) রাতে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় শ্যামলী রিসোর্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- পাবনার চাটমোহর উপজেলার দাদিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ হাসান জনি (২৫) ও জয়দেবপুরের বিকেবাড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে রাকিব হাসান (২৭)।
জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, চাকরি দেয়ার কথা বলে ওই নারী পোশাক শ্রমিককে হোতাপাড়া এলাকায় শ্যামলী রিসোর্টে নিয়ে যান জাহিদ হাসান জনি। পরে তার বন্ধু রাকিবকেও সেখানে ডেকে নিয়ে যান। এরপর পালাক্রমে তারা ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ওই পোশাক শ্রমিক থানায় মামলা করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি
- ২ প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই
- ৩ জাগো নিউজে সংবাদ প্রচারের পর নিজের ঠিকানা পেলেন বীরাঙ্গনা যোগমায়া
- ৪ হঠাৎ ফেসবুকে রাঙ্গার ক্ষমা চাওয়ার ভিডিও
- ৫ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, সমালোচনায় তৎপর