চুয়াডাঙ্গায় করোনায় মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শুকুর বাঙালীর মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। বুধবার (১৯ আগস্ট) সকালে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শুকুর বাঙালী। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুর কুল্লা গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে আব্দুস সাত্তার (৬৫), চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার সামসুল আরেফিনের স্ত্রী নিগার সুলতানা (৪৬) ও মুক্তিপাড়ার মৃত নিয়াজ আলীর স্ত্রী মাজেদা বেগম (৭০)।
এছাড়া জীবননগর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে পরিবহন ব্যবসায়ী জহুরুল ইসলাম খোকনের (৩৬) মৃত্যু হয়েছে। তিনি জীবননগর উপজেলার পোস্ট অফিসপাড়ার মৃত শওকত আলীর ছেলে।
এদিকে গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯১ জন। সুস্থ হয়েছেন ৫৬২ জন আর মারা গেছেন ২২ জন।
সালাউদ্দীন কাজল/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে: হাসনাত আবদুল্লাহ
- ২ মামলা সংক্রান্ত জটিলতায় জামায়াত প্রার্থী আযাদের মনোনয়ন বাতিল
- ৩ ৯৯ লাখ টাকার সম্পদের মালিক রফিকুল ইসলাম খান, বার্ষিক আয় ১৫ লাখ
- ৪ জামায়াতের প্রার্থী হাফিজের আছে উপহারের ২০ ভরি সোনা
- ৫ আইনের ফাঁকফোকরে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে