ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২০ আগস্ট ২০২০

নরসিংদীতে তুচ্ছ ঘটনায় অপু দাস (৩৪) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে নরসিংদীর হাজিপুর মধ্যদাসপাড়া এলাকায় নিজ বাড়ির সামনের সড়কে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

নিহত অপু দাস হাজিপুর মধ্যদাসপাড়া এলাকার মৃত অনিল দাসের ছেলে। তিনি ভিডিও এডিটিংয়ের ব্যবসা করতেন।

পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে মানিক নামে এক ব্যবসায়ীকে ধাওয়া দেয় দুর্বৃত্তরা। এ সময় মানিক অপু দাসের বাড়ির ভেতর দিয়ে ঢুকে পেছন দিয়ে পালিয়ে যান। হৈ চৈ শুনে অপুর ছোট ভাই শিবু দাস ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয়ে মানিককে বের করে দিতে বলে। অন্যথায় পাঁচ হাজার টাকা দাবি করে। এ সময় শিবু তার বড় ভাই অপুকে খবর দেন। অপু সেখানে আসার পরপরই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসাপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

murder

নিহতের ছোট ভাই শিবু দাস বলেন, হৈ চৈ শুনে ঘর থেকে বের হওয়া মাত্রই কয়েক জন যুবক মানিককে বের করে দিতে বলেন। কিন্তু আমি মানিক নামে কাউকে চিনি না জানালেও তারা বিশ্বাস করেনি। পরে আমার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে। কিসের টাকা জানতে চাইলে তারা আমাকে মারপিট শুরু করে। পরে আমি বড় ভাই অপুকে ফোন দেই। এর মধ্যে তারা আমাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে আমার ভাই এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে।

নরসিংদী সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতাউর রহমান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সঞ্জিত সাহা/আরএআর/জেআইএম