উত্তাল পদ্মা : কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত
বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। তীব্র বাতাসে পদ্মা নদী উত্তাল থাকায় ১৭টি ফেরির মধ্যে ছয়টি রো রো ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে ফেরি কর্তৃপক্ষ। বাতাসের কারণে চলাচল বন্ধ রয়েছে ছোট ও মাঝারি ফেরিগুলো।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে ঝড়ো বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পদ্মা উত্তাল থাকায় লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা উত্তাল থাকায় ছোট ছোট লঞ্চ বন্ধ রাখা হয়েছে।
ফেরিঘাট সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ অবস্থায় বুধবার রাত থেকে ফেরি সংখ্যা কমিয়ে মাঝারি ও রো রোসহ আটটি ফেরি দিয়ে যানবাহন পারাপার শুরু করে ঘাট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল থেকে তীব্র বাতাসে পদ্মা উত্তাল হয়ে ওঠায় আরও দুটি ফেরি কমিয়ে ছয়টি রো রো ফেরি দিয়ে যানবাহন পারাপার শুরু করা হয়। বাতাসের গতি কমলে ফেরি সংখ্যা বাড়ানো হবে। স্বল্প আকারে ফেরি চলাচল করায় ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এজন্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক মো. আলিম মিয়া বলেন, তীব্র বাতাসে পদ্মা উত্তাল। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ছয়টি রো রো ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আবহাওয়া ভালো হলে ফেরি বাড়ানো হবে।
নাসিরুল হক/এএম/এমকেএইচ