ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেই মনি-মুক্তা এখন পরিবারের আনন্দের উৎস

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০১:২৫ পিএম, ২২ আগস্ট ২০২০

জোড়া লাগা অবস্থায় জন্ম নেয়ার পর সফল অস্ত্রোপচারে আলাদা হওয়া মনি-মুক্তার জন্মদিনের জন্য জমিয়ে রাখা ধান বিক্রি করে নতুন জামা কিনেছেন বাবা জয় প্রকাশ পাল। ১১ বছর আগে জোড়া লাগা অবস্থায় জন্ম নেয়া মনি-মুক্তার জন্মদিন আজ (২২ আগস্ট)। জন্মদিনে তাদের নতুন জামা উপহার দেবেন বাবা।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পালপাড়ার জয় প্রকাশ পালের মেয়ে মনি-মুক্তা। তারা এখন বাড়ির পাশের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত। তারা এবার পিইসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

মনি-মুক্তার বাবা জয় প্রকাশ পাল বলেন, আমাদের মতো গরিব পরিবারে জোড়া লাগা শিশু জন্ম নেয়া কতটা বিপদের তা শুধু আমি আর আমার স্ত্রীই উপলব্ধি করতে পারি। মনি-মুক্তা যখন জোড়া লাগা অবস্থায় জন্ম নেয়, তখন আমরা দিশেহারা হয়ে পড়ি। আবার আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের কুকথা! সব যন্ত্রণা কাটিয়ে যখন মনি-মুক্তাকে আমাদের মাঝে সুস্থ অবস্থায় পেলাম, তখন যেন আকাশের চাঁদ হাতে পেলাম। যাদের আমরা না পারছিলাম ফেলে দিতে, না পারছিলাম বাঁচিয়ে রাখতে। অথচ সেই মনি-মুক্তাই আমাদের ঘরে এখন অফুরন্ত আনন্দের উৎস। তাই শত অভাবের মধ্যেও আমরা মনি-মুক্তার জন্মদিন পালন করি।

mukta1

তিনি আরও বলেন, করোনার কারণে সংসারে অভাব অনটন বেড়ে গেছে। কিন্তু মনি-মুক্তার জন্মদিন পালন করবো না এটা পরিবারের কেউ মেনে নিতে পারিনি। তাই তাদের জন্মদিনকে সামনে রেখে জমিয়ে রাখা ধান শুক্রবার (২১ আগস্ট) বিক্রি করেছি। বাড়ির পাশে জাড়বাড়ী বাজার থেকে মেয়েদের জন্য জামা কিনেছি। দুজনেরই একই রঙের জামা পছন্দ। আলাদা রঙের জামা কিনলে কে কোনটা নেবে এটা নিয়ে ঝগড়া লেগে যায়। তাই তাদের জন্য একই রঙের জামা কিনেছি।

জয় প্রকাশ পাল বলেন, মনি-মুক্তার বড় ভাই সজল কুমার পাল ও বোন দিশারী রানী পাল বেলুন কিনে এনেছে বারান্দা সাজানোর জন্য। কেকও কেনা হবে। তাদের জন্য তাদের মা যতটা সম্ভব ভালো খাবার রান্না করবে। সব মিলিয়ে বাড়িতে যত উৎসব হয়ে থাকে, তা মনি-মুক্তাকেন্দ্রিক। সব কিছুতেই তাদের চাহিদার কথা সবার মাথায় থাকে।

২০০৯ সালের আজকের এই দিনে জয় প্রকাশ পালের স্ত্রী কৃষ্ণা রানী জোড়া লাগা অবস্থায় জন্ম দেন দুই মেয়ে শিশুকে। জন্মের পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নাম রাখে মনি ও মুক্তা। জন্মের ছয় মাস পর ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি সফল অস্ত্রোপচারের মাধ্যমে মনি-মুক্তাকে আলাদা করা হয়।

এমদাদুল হক মিলন/আরএআর/এমএস