ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৬ আগস্ট ২০২০

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ বন্ধ করা হয়েছে।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন। উত্তাল নদী স্বাভাবিক হলে পুনারায় লঞ্চ চলাচল শুরু হবে বলে দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে।

লঞ্চ ঘাট সংশ্লিষ্টরা জানান, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে নদী উত্তাল। যে কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী শান্ত হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

অপরদিকে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, এ রুটে স্বাভাবিকভাবেই ফেরি চলাচল করছে। তবে স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তে অল্প কিছু ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন সিরিয়ালে নেই। বর্তমানে এ রুটে ১৭টি ফেরি চলাচল করছে।

রুবেলুর রহমান/আরএআর/এমকেএইচ