ঘুমের ভেতর শিশুর প্রাণ নিলো সাপ
ফাইল ছবি
মাগুরার শ্রীপুর উপজেলায় সাপের কামড়ে ফাতেমা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা খামারপাড়া গ্রামের নায়েব আলী শেখের মেয়ে।
নায়েব আলী শেখ জানান, ঘুমন্ত অবস্থায় ফাতেমাকে সাপ কামড় দেয়। এ সময় শিশুটি ঘুম থেকে উঠে কান্নাকাটি করলে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাই। কিন্তু সেখানে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে বলে জানান ওঝা।
পরে পল্লী চিকিৎসক মোহন মোল্লার কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় বলেও জানান শিশুটির বাবা।
আরাফাত হোসেন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান