ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাকা ফেটে যাত্রীসহ বাস খাদে

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের অধিকাংশের বাড়ি বরিশালে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজৈরের কালিবাড়ি এলাকায় পৌঁছালে এর চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

একেএম নাসির/আরএআর/পিআর