ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফুটবল খেলা দেখে ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৪:১৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২০

ফুটবল খেলা দেখা বাড়ি ফেরার পথে বজ্রপাতে ইয়াসিন ব্যাপারী (২০) নামের এক যুবক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ব্যাপারী একই এলাকার বাবলু ব্যাপারীর ছেলে।

জানা যায়, গত কয়েকদিনের প্রচণ্ড গরমের পর বৃহস্পতিবার বিকেলে স্বস্তির বৃষ্টি আসে কিন্তু বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় হাউসদি বাজার থেকে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া নামক স্থানে বজ্রপাত হয়।

আর সে সময় বজ্রপাতে ইয়াসিন ও আরিফ নামে দুজন গুরুত্বর আহত হলে তাদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে ইয়াসিনের মৃত্যু হয়। আরিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ইয়াসিনের বাবা বাবলু ব্যাপারী বলেন, বিকেলে হাউসদি বাজার থেকে ওরা দুজনে একসঙ্গে খেলা দেখে ফেরার সময় বজ্রপাতে ইয়াসিন ও আরিফ আহত হলে ওদের সদর হাসপাতালে নিয়ে আসি এবং ইয়াসিন আমাদের ছেড়ে পরকালে চলে যায়।

মাদারীপুর সদর হাসপাতালের আরএমও নুরুল ইসলাম জানান, দুজনকে হাসপাতালে নিয়ে আসলেও একজন আনার আগেই মারা গেছে এবং অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।

এফআর