পেট্রাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত
ফাইল ছবি
যশোরের বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় শুরু হয়ে বিকেল ৫টার সময় পতাকা বৈঠকটি শেষ হয়। এ সময় বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবি ৪৯ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা, উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলামসহ ৪ সদস্য। আর ভারতের পক্ষে ছিলেন বিএসএফ ১৭৯ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল অরুণ কুমারসহ ৪ সদস্য।
চেকপোস্ট ক্যাম্প সূত্রে জানা যায়, সীমান্ত ঘেঁষে ভারতীয় ইমিগ্রেশন ভবন নির্মাণ, মাদক, অস্ত্র পাচার বন্ধসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে পতাকা বৈঠকে আলোচনা করা হয়।
জামাল হোসেন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ২ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৪ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন
- ৫ ঝিনাইদহে ফেস্টুন ভাঙচুর-হামলা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ