নাফনদী থেকে ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফনদী থেকে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফনদী থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির জানায়, নাফ নদী দিয়ে ইয়াবার চালান পাচারের খবর পেয়ে টেকনাফ বিওপির বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা একটি পলিথিন প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট থেকে ২০ হাজার পিস ইয়াবাবড়ি পাওয়া যায়। যার মূল্য ৬০ লাখ টাকা।
টেকনাফ-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে তা ধ্বংস করা হবে।
সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ