৭ বার আত্মহত্যার চেষ্টা, শেষবারে মৃত্যু
ফাইল ছবি
‘একবার না পারিলে দেখো শতবার’ কবিতার লাইনটিকে যেন বাস্তবে রূপ দিয়েছে কিশোর আব্দুল্লাহ শেখ (১৭)। তবে ইতিবাচকভাবে নয়, নেতিবাচকভাবে।
একে একে ৭ বার আত্মহত্যার চেষ্টা চালিয়ে শেষবারে মৃত্যু হয়েছে তার। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফদিপুর গ্রামে বুধবার ভোরে বিষপান করে আত্মহত্যা করেছে ওই কিশোর।
আব্দুল্লাহ শেখ উপজেলার বহরপুর ইউনিয়নের চরফদিপুর গ্রামের হায়াত আলী শেখের ছেলে।
নিহতের মামা ফরিদ শেখ বলেন, আব্দুল্লাহ শেখের মানসিক সমস্যা ছিল। এর আগেও সে ৬ বার বিভিন্নভাবে আত্মহত্যার চেষ্টা করে ব্যার্থ হয়েছে। কিন্তু আজ ভোরে বাড়ির সবার অজান্তে বিষপান করে ঘরের ভেতর পড়ে ছিল সে। পরে সকালে পরিবারের লোকজন মৃত অবস্থায় দেখে থানা পুলিশে খবর দেয়।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, আব্দুল্লাহর মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছেন। এর আগেও সে বিভিন্নভাবে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জেনেছি।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম