সাভারে অস্ত্র ঠেকিয়ে ২২ লাখ টাকা ছিনতাই
সাভারের ব্যাংক কলোনী এলাকায় দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, দুপুরে তিনি জমি রেজিষ্ট্রেশনের জন্য সাভার বাজার বাসষ্ট্যান্ডে ইসলামী ব্যাংক থেকে ২২ লক্ষ টাকা উত্তোলন করেন। পরে সেই টাকা নিয়ে ছাইদুর রহমান নামের অপর এক ব্যবসায়ীসহ তারা মোটরসাইকেল যোগে সাব রেজিষ্ট্রি অফিসে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ব্যাংক কলোনী এলাকায় পৌঁছালে পিছন থেকে দুটি মোটরসাইকেলে করে তাদের গতিরোধ করে সন্ত্রাসীরা। এসময় প্রকাশ্যে পিস্তল ও রামদা ঠেকিয়ে ২২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় তারা।
ঘটনার পর সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে এলাকাবাসী। তবে এখন পর্যন্ত লুণ্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি তারা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আল-মামুন/এআরএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ২ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৩ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৪ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ৫ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু