আশুগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে জামিল (২২), হাজী হুমায়ূন কবিরের ছেলে জাবেদ (২৫) ও আবদুর রউফেরে ছেলে ছোটন (২৬)।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জাগো নিউজকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আশুগঞ্জ বাজার, সোহাগপুর ও খড়িয়ালা গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জামিল, জাবেদ ও ছোটনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া একটি মুঠোফোনও উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান