ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৬ অক্টোবর ২০২০

যশোরের শার্শা উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন কলোনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল (২০) ও একই থানার পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২৩)।

নিহতরা সম্পর্কে একে অপরের খালাতো ভাই। তারা ওয়াইফাই কেবল অপারেটর হিসেবে কাজ করতেন এবং নাভারনের কাজির বেড় গ্রামে নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বিপুল ও মুরাদ ওয়াইফাই কেবলের কাজে ভাড়ায় মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে কাজ সেরে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নাভারন কলোনী মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস তাদেরকে ধাক্কা দেয়।

এতে পেছন থেকে বিপুল ও মুরাদ পড়ে গিয়ে বাসটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নাভারন হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) টিটো দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ২০ মিনিট পর আমরা বিষয়টি জানতে পারি। এ সময় চারদিকে অন্ধকার থাকায় বাসটি শনাক্ত করা যায়নি। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

জামাল হোসেন/আরএআর/এমকেএইচ