ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কারাগারে ধর্ষণ মামলার আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৩ অক্টোবর ২০২০

রাজবাড়ী জেলা কারাগারে হাসমত শেখ হাচু (৫৫) নামে ধর্ষণ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

হাসমত শেখ হাচু রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর দত্তপাড়ার মৃত জয়নাল শেখের ছেলে।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. মামুন অর রশিদ জানান, গত ৩০ সেপ্টেম্বর একটি ধর্ষণ মামলায় হাসমত শেখ হাচুকে কারাগারে আনা হয়। গত চার-পাঁচদিন ধরে তার আচরণ অস্বাভাবিক ছিল। যে কারণে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ ভোররাতে হঠাৎ তার অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাইরান জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রুবেলুর রহমান/আরএআর/পিআর