বরগুনায় ট্রলার থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার
বঙ্গোপসাগর সংলগ্ন বরগুনার পাথরঘাটা উপজেলার লালদিয়ার চর থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাতে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাথরঘাটা উপজেলার লালদিয়ার চরে একটি ট্রলারে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনের ভেতরে পালিয়ে যায় ওই ট্রলারের থাকা সন্ত্রাসীরা।
পরে ট্রলারে তল্লাশি চালিয়ে সাতটি দেশীয় তৈরি পিস্তল, ১৪টি একনলা বন্দুক ও ১০টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলো পাথরঘাটা থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়েরি করা হবে বলে তিনি জানান।
সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি