জয়পুরহাটে ভ্যানচালককে জবাই করে হত্যা
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পুটিমারী ব্রিজের পাশে ব্যাটারিচালিত ভ্যানের চালক আব্দুল হাকিমকে (৪৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে। শুক্রবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক ওই উপজেলার তালশন গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে।
ক্ষেতলাল থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আব্দুল হাকিম ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওই দিন রাতে তিনি বাড়িতে ফেরেনি। শনিবার সকালে পুটিমারী ব্রিজের পাশে তার জবাই করা মরদেহ পাওয়া যায়।
ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, ওই ভ্যানচালক সারারাত ভ্যান চালায়। শুক্রবার গভীর রাতে ওই ঘটনা ঘটতে পারে। আমরা হত্যার সঙ্গে জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছি।
রাশেদুজ্জামান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ