নাটোরে দুই ভুয়া চিকিৎসককে সাজা, ক্লিনিক সিলগালা
নাটোরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ক্লিনিকিটি সিলগালা করে দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শহরের কানাইখালী উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শহরের কানাইখালী উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ তাদের ব্যবসা পরিচালনার অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
অপরদিকে ওই ক্লিনিকের দুইজন ভুয়া চিকিৎসক মিজানুর রহমান ও হুমাইয়ারা আক্তার নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক বলে দাবি করে চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুন ভুয়া চিকিৎসক মিজানুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর চিকিৎসক হুমাইয়ারা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
রেজাউল করিম রেজা/আরএআর/এমএস