ট্রেনে কাটা পড়লেন রঙমিস্ত্রি
ফাইল ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সুজাত আলী (৪৫) নামে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে বহরপুর ইউনিয়নের চরফরিদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজাত আলী বহরপুরের গাংচর পদমদী গ্রামের অমেত আলীর ছেলে।
বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সুজাতসহ ছয়জন দূরে বাই সাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বহরপুর ইউনিয়নের চরফরিদপুর রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান সুজাত।
তিনি কানে একটু কম শুনতেন এবং কথা স্পষ্ট করে বলতে পারতেন না। হয়তো কানে কম শুনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সুজাত পেশায় একজন রঙমিস্ত্রি ছিলেন।
রুবেলুর রহমান/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল
- ২ ছয় বছরেই ব্যবহার অনুপযোগী দুই গুচ্ছগ্রামের শত পরিবারের বাসস্থান
- ৩ শিশির মনিরের নির্বাচনি সভায় বক্তব্য দিলেন সাবেক আ’লীগ নেতা
- ৪ স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তানদের নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী
- ৫ আপিলেও ফেরেনি বিএনপির আইয়ুবের প্রার্থিতা, বৈধ হয়েছে ছেলের মনোনয়ন