ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পত্রিকা বিক্রির টাকায় সংসার চলে প্রতিবন্ধী ইলিয়াসের

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১১ নভেম্বর ২০২০

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রতিবন্ধী মো. ইলিয়াস হোসেন। পত্রিকা বিক্রি করে চালান সংসার। পত্রিকা বিক্রির সামান্য আয়ে দু-বেলা খেয়ে না খেয়ে দিন কাটে তার পাঁচ সদস্যের পরিবারের।

ইলিয়াসের স্ত্রী ইয়াসমিন খাতুনও প্রতিবন্ধী। ছোটকালে আগুনে পুড়ে দুই পায়ের পাতাসহ নিচের অংশ পুড়ে যায়। পত্রিকা বিক্রির পর দিনের শেষ বেলায় স্ত্রীকে সংসারের কাজে সহায়তা করেন। স্ত্রী, বৃদ্ধ মা আর ইয়াসির ও মারিয়াম নামে দুই মেয়ে নিয়ে ইলিয়াসের সংসার।

ইলিয়াস জানান, সম্পদ বলতে শুধু বাড়ির চার শতক জমি। তবে পরিবার নিয়ে থাকার জন্য সেই জমিতে ঘর করতে পারিনি। ছোট ভাইয়ের ঘরে বৌ-বাচ্চা নিয়ে থাকি। চেয়ারম্যান ও মেম্বার মিলে প্রতিবন্ধী ভাতা করে দিয়েছেন। ভাতার টাকা এবং পত্রিকা বেঁচে কোনো রকম চলে সংসার।

ইলিয়াস বলেন, আমার হাত-পা স্বাভাবিক নয়। কোনো কাজ করতে পারি না। আমাকে তো ভিক্ষা করতে হতো। কিন্তু মানুষের কাছে হাত পেতে নিতে ভালো লাগে না, তাই পত্রিকা বিক্রি করি।

ইলিয়াসের প্রতিবন্ধী স্ত্রী ইয়াসমিন খাতুন বলেন, স্বামী হেঁটে আলেকদিয়া, বিনোদপুর ও খালিয়া বাজারসহ বিভিন্ন জায়গায় ৬১টি পত্রিকা বিলি করেন। এতে প্রতিদিন আয় হয় ১০০ টাকা। কিন্তু এক বাজার থেকে অন্য বাজরে যেতে হয় ভ্যানে। ভ্যান খরচ বাদে প্রতিদিন থাকে ৫০-৬০ টাকা। এ টাকায় সংসার চালাতে খুব কষ্ট হয়। কষ্ট হলেও সততার সঙ্গে সন্তান মানুষ করার স্বপ্ন আমাদের।

ইউপি মেম্বার মেজবাহউল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রতিবন্ধী ইলিয়াস আসলেই খুব অসহায়। পরিবার নিয়ে কষ্টে কাটে তার দিন। প্রতিবন্ধী ভাতা এবং ১০ টাকার চালের কার্ড করে দেয়া হয়েছে।

বিনোদপুর ইউপি চেয়ারম্যান শিকদার মো. মিজানুর রহামান জাগো নিউজকে জানান, ইলিয়াস ও তার স্ত্রীকে প্রতিবন্ধী ভাতা এবং ১০ টাকার চালের কার্ড করে দেয়া হয়েছে। ইলিয়াসের মাকেও করে দেয়া হয়েছে বিধবা ভাতার কার্ড। এছাড়া ইলিয়াস যে কোনো সমস্যা নিয়ে আসলে ব্যক্তিগত ভাবে সহযোগিতা করি।

এএইচ/জেআইএম