মুখে গামছা পেঁচিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, কৃষকের বিরুদ্ধে মামলা
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক গৃহকর্মীকে (৩৪) মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
এর আগে, গত ৪ নভেম্বর উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষক তাইজুদ্দিন মোল্লার (৪৩) বাড়িও ওই গ্রামে।
মামলা ও স্থানীয় সূত্রে জানায়, ওই গৃহকর্মী ৬ মাস যাবৎ অভিযুক্ত তাইজুদ্দিনের বাড়িতে কাজ করেন। বিভিন্ন সময় অভিযুক্ত তাকে কুপ্রস্তাব দিত। গত ৪ নভেম্বর বাড়িতে কেউ না থাকায় গৃহকর্মীকে ভয়ভীতি দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে তাইজুদ্দিন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে হাতেনাতে ধরে ফেলে তাইজুদ্দিনকে।
পরে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলেন।
ভুক্তভোগী নারী বলেন, ‘তাইজুদ্দিন মোল্লা মুখে গামছা বেঁধে আমাকে নির্যাতন করেছে। পরে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। নিরূপায় হয়ে ন্যায় বিচার পেতে আমি আদালতে মামলা করি। মামলা তোলার জন্য তাইজুদ্দিন ও তার পক্ষের লোকজন আমাকে হুমকি দিচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
অভিযুক্ত তাইজুদ্দিনের দাবি, ওই নারী ও মামলার স্বাক্ষীদের সঙ্গে তার জমি নিয়ে দ্বন্দ্ব আছে। সে কারণেই তাকে ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘ওই ঘটনার ব্যাপারে আমার জানা নেই । থানায় কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’
এসএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’