পাবনায় শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা
পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামে ১০ মাসের শিশু ছেলে জুবায়ের হোসেনকে গলাটিপে হত্যার পর মা পলি খাতুন (২০) আত্মহত্যা করেছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পলি খাতুন সদর উপজেলার দোগাছি পশ্চিমপাড়া বাঁশবাজার গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে গৃহবধূ পলি খাতুনের স্বামী জালাল উদ্দিন মাঠ থেকে বাড়িতে যায়। খাওয়ার জন্য ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ দেখতে পান। পরে পাবনা থানায় খবর দিলে ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস ঘটনাস্থলে যান এবং মা ও ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ওসি কুদ্দুস জাগো নিউজকে জানান, ধারণা করা হচ্ছে শিশু সন্তানকে হত্যার পর মা নিজে আত্মহত্যা করেছেন। এর চেয়ে বেশি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।
একে জামান/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ২ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৪ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন
- ৫ ঝিনাইদহে ফেস্টুন ভাঙচুর-হামলা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ