ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সর্বহারা পরিচয়ে ৩০ চিকিৎসক স্বাস্থ্যকর্মীর কাছে চাঁদা দাবি

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৯:১০ পিএম, ১২ নভেম্বর ২০২০

চাঁদপুরে মোবাইল ফোনে ৩০ এর অধিক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীর কাছে চাঁদা করা হয়েছে। টাকা না দিলে তাদেরকে হত্যার হুমকিও দেয়া হয়।

জানা যায়, গত এক সপ্তাহে চাঁদপুরের সদর, হাইমচর, কচুয়া, ফরিদগঞ্জ, শাহারাস্তি, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাসহ অনেককেই সর্বহারা পার্টির পরিচয়ে মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেলে হত্যার হুমকিও দেয়া হয়েছে। এতে কর্মরত চিকিৎসক ও তাদের পরিবার আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় ভুগছে।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা এস এম সোয়েব আহম্মেদ চিশতি, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. আশরাফ আহমেদ চৌধুরী ও মেডিকেল অফিসার ডা. রাশেদ মোহাম্মদ, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. নাজমুন নাহার, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. গোলাম কাউছার ও আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব কিশোর বণিকসহ চাঁদপুরে প্রায় সব উপজেলার বেশ কয়েকজনকে সর্বহারা পরিচয়ে ফোন করে হুমকি দেয়া হয়।

এ বিষয়ে চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, কয়েকটি উপজেলা থেকে অভিযোগ আসার প্রেক্ষিতে বিষয়টি চাঁদপুর পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে অবহিত করি। পরে লিখিতভাবে অভিযোগ দেয়।

এ বিষয়ে অতিরক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার জানান, বিষয়টি পুলিশ সুপার নিজেই তত্ত্বাবধান করছেন। কে বা কারা কাজটি করেছে এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে। আমাদের এল আই সি ও ডিবি টিম কাজ করছে। চিকিৎসকদে নিরাপত্তার জন্য সার্বক্ষণিক তাদের বাসভবন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের টহল জোরদার করেছি।

এএইচ/জেআইএম