ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডোবায় ভাসছিল যুবকের লাশ

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১৩ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ফতুল্লার পিঠালীপুল এলাকার প্যারাডাইস ক্যাবল কারখানার বিপরীত পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজি মিনারুল জানান, ডোবায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তিনি আরও জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মনে হচ্ছে ৩-৪ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ও পরিচয় পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম