রাজনীতিতে চিরস্থায়ী হতে আসি নাই : শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি রাজনীতিতে চিরস্থায়ী হতে আসি নাই। আমি এই রাজনীতি করি না যে ভবিষ্যতে আমার ছেলে-বউ রাজনীতি করবে। যে উপযুক্ত সে ওই জায়গায় বসবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার ইসদাইরের ওসমানী স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, সরকার পরিবর্তন নয় বরং বাংলাদেশের শাসন ব্যবস্থা অকার্যকর করতে সবচেয়ে বড় খেলা শুরু হয়েছে। দেশে বিদেশে এসব ষড়যন্ত্র হচ্ছে। সবাই দোয়া করবেন। একমাত্র এটা মোকাবেলা করতে পারে একজন মানুষ। তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে সুন্দর জায়গা হতে যাচ্ছে। ডিএনডি প্রকল্পের কাজ করছে সেনাবাহিনী। ইতোমধ্যে ৯৯টি খাল উদ্ধার হয়েছে। পুরো এলাকা হাতিরঝিলের চেয়েও সুন্দর হবে। দেশের সবচেয়ে সুন্দর রাস্তা হবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে। নারায়ণগঞ্জ তার প্রাপ্যটুকু পাবে ইনশাআল্লাহ।
শামীম ওসমান বলেন, লিংক রোড হবে ছয় লেনের। সেখানে রাস্তা হবে, ফুটপাত থাকবে, গাছ থাকবে। শিবু মার্কেট, ভূইঘর, জালকুড়ি এলাকায় আন্ডারপাস, ওভারপাস থাকবে। তল দিয়ে, ওপর দিয়ে গাড়ি যাবে। আমরা এটা করছি ইনশাআল্লাহ। টেন্ডার হয়ে গেছে। পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত আমরা ফ্লাইওভার করছি।
মাস্টার্স ক্রিকেট অব নারায়ণগঞ্জের সভাপতি তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মেহেদী হাসান আল আমিন, নারায়ণগঞ্জ র্যাবের কমান্ডিং অফিসার লে. কর্নেল খন্দকার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম