ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধানক্ষেতে স্ত্রীর গলাকাটা লাশ, স্বামী আটক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৫ নভেম্বর ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী ছিদ্দিক আলীকে (৫৫) আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি।

নিহতের নাম মনোয়ারা বেগম (৪৫)। তিনি একই উপজেলার বেজুড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে।

রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার মীরনগর গ্রামের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, নিহতের স্বামী ছিদ্দিক আলীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তবে জানতে পেরেছি, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল ছিদ্দিক আলীর। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি-না তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, স্বামী ছিদ্দিক আলীর ঘর থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/পিআর