ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৫ নভেম্বর ২০২০

রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডল জব্দ করেছে পুলিশ। এ সময় রুবেল হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর বসরি এলাকার পদ্মার আইবাঁধ থেকে তাকে গ্রেফতার করে কাশিয়াডাংগা থানা পুলিশ। মামলা দায়েরের পর আজ রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার রুবেল ভারতীয় সীমান্ত সংলগ্ন রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে।

কাশিয়াডাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, বিপুল পরিমাণ নতুন এই মাদক ভারতে পাচারের জন্য পদ্মা পার করে চরমাজারদিয়া সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে পদ্মার এপারেই মাদকের ওই চালানটি আটকে দেয়া হয়েছে। এ ঘটনায় রুবেল হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, রুবেলের কাছ থেকে ১১ হাজার ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। এর মূল্য ২১ লাখ টাকা। এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ব্যথানাশক ট্যাপেন্টাডল দেখতে ইয়াবার মতো হলেও কিন্তু ইয়াবা নয়। এই ট্যাবলেটই এখন ব্যবহৃত হচ্ছে ইয়াবা আর হেরোইনের বিকল্প হিসেবে। গুঁড়ো করে ইয়াবা আর হেরোইনের মতো সেবন করছেন মাদকসেবীরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রস্তাব আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সুপারিশের ভিত্তিতে গত ৯ জুন সরকার ট্যাপেন্টাডল ট্যাবলেট নিষিদ্ধ করে। এটিকে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত করা হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/এসআর/পিআর