ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রেমিকের সঙ্গে অভিমান করে পোশাকশ্রমিকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৬ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমিকের সঙ্গে অভিমান করে ছুরিয়া আক্তার (১৮) নামে এক পোশাকশ্রমিক তরুণী বিষপান করে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছুরিয়া আক্তার ওই গ্রামের আব্দুল বাছেদের মেয়ে।

আড়াইহাজার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, নিহত ছুরিয়া উজান গোপিন্দী এলাকায় অবস্থিত ভাই ভাই স্পিনিং মিলে কাজ করতেন। সেখানে এক শ্রমিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকের সঙ্গে অভিমান করে সোমবার সকাল ১০টার দিকে তিনি বিষপান করেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মোস্তফা কামাল জানান, নিহতের প্রেমিকের নাম জানা যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর